দেশ লিড নিউজ

ভারতকে আর্জি আফগান সাংসদের

আফগানিস্তান থেকে দ্রুত হিন্দু ও শিখদের উদ্ধার করা হোক। নয়াদিল্লির কাছে এই আবেদন রেখেছেন আফগান সাংসদ ডঃ আনারকলি কাউর হোনারইয়ার। কাবুলে তালিবান শাসন জাঁকিয়ে বসার আগেই ভারতে চলে এসেছেন তিনি। ভারতের এক সর্বভারতীয় চ্যানেলকে আনারকলি বলেছেন, তালিব জমানায় হিন্দু ও শিখরা মোটেই নিরাপদ নন। তাই ভারত সরকারের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাঁদের দেশে ফেরানো হোক।

একজন সাংসদ হওয়া সত্ত্বেও তালিবান ক্ষমতার দখল নেওয়ার পর দেশ থেকে পালিয়ে এসেছেন আনারকলি। তিনি জানান, দ্রুত রাজনৈতিক পরিস্থিতির বদল হওয়ায় আমরা সকলেই আতঙ্কিত হয়ে পড়ি। আসার আগে দেখে এসেছেন, আফগানরা গভীর উৎকণ্ঠা ও ভয়ের মধ্যে রয়েছেন। প্রাণ ভয়ে দেশ ছাড়ার হিড়িক লেগেছে। তা ছাড়া অবশ্য আর কোনও উপায়ও নেই। কারণ, অসহায় মানুষগুলিকে সাহায্য করার কেউ নেই।

বহু শিখ পরিবার আতঙ্কে গুরুদ্বারে আশ্রয় নিয়েছেন। কিছু শিখ ও হিন্দু পরিবারকে আকাশপথে উদ্ধার করা হয়েছে। এখনও সাহায্যের অপেক্ষায় রয়েছেন। তাই তাঁদের উদ্ধারের জন্যই এবার সরব হয়েছেন আনারকলি। তিনি জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আফগানিস্তানে ফিরতে চান। কিন্তু, তা কতদিনে সম্ভব, তা এখনই বলা সম্ভব নয়। সব কিছুই নির্ভর করছে দেশের রাজনেতিক সমীকরণ ও পরিস্থিতির উপর। তালিবানকে বিশ্বাস করা যায় কি না, বা কতটা করা যায়, তা সময়ই বলবে।

রিশাদ রহমানি ২০১৯ সালে ভারতে চলে এসেছেন। তালিব জঙ্গিদের হাতে কাকাকে খুন হতে দেখেছেন। সেদিনের কথা ভাবলে মাজার-ই-শরিফের ২২ বছরের আফগান যুবক এখনও যেন শিউড়ে ওঠেন। পরিবারের সঙ্গে এখানে থাকলেও দেশে থাকা আত্মীয়-পরিজনের কথা ভাবলেই ভয়ে কেমন যেন গুটিয়ে যাচ্ছেন। এমন অভিজ্ঞতা রয়েছে অনেকেরই। আনারকলির আশা, একদিন নিশ্চয়ই এই আতঙ্কের বাতাবরণ কেটে যাবে।