আন্তর্জাতিক

বন্যায় কমপক্ষে ১০০ জনের মৃত্যু!‌

আফগানিস্তানে নাগাড়ে বৃষ্টির কারণে বন্যা হয়ে গিয়েছে। তার জেরে গত কয়েক ঘণ্টার মধ্যে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কয়েক’শো ছাড়িয়ে যাবে বলেই ধারণা। ভরা মৌসুমি বৃষ্টিতে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ভেঙেছে শয়ে শয়ে বাড়িঘর। প্রাণহানির একটা বড় কারণ ধস। উত্তরাঞ্চল জুড়ে একাধিক জায়গায় ব্যাপক ধস নেমেছে।
জানা গিয়েছে, গ্রীষ্মে মাঝেমধ্যেই উত্তরাঞ্চলের পাশাপাশি আফগানিস্তানের পূর্ব অংশে ভারী বর্ষণ হয়। যার জেরে প্রতিবছর এই অঞ্চলগুলিতে মানুষ প্রাণ হারান। এতদিনেও দুর্যোগে সেই ছবি বদলায়নি। আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই মৃত্যুকে ভবিতব্য বলেই ধরে নেন। এবারও তা দেখা গিয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় আফগানিস্তানের উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকায় অন্তত ১০০ জন মারা গিয়েছেন। দুর্যোগে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকর শহরের বিস্তীর্ণ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেঙে পড়া বাড়িগুলোর নীচে অনেক লোকজনই এখনও চাপা পড়ে রয়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধারকাজ চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী গুলাম বাহাউদ্দিন জিলানি জানান, পারওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর চারিকর জলে ভাসছে। লোকাল হাসপাতাল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আহতদের কাবুলের হাসপাতালগুলিতে স্থানান্তর করা হচ্ছে। মৃতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয় পারওয়ান ও ময়দান ওয়ারদাক প্রদেশের বিশাল অঞ্চল। বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ধ্বংস হয়েছে এসব এলাকার হাজার হাজার ঘরবাড়ি। দ্রুত ত্রাণ পৌঁছানোর নির্দেশ দেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।