আন্তর্জাতিক

মহিলাদের খেলাধূলায় নিষেধাজ্ঞা জারি

তালিবান দখলে গোটা আফগানিস্তান। গঠিত হয়ে গিয়েছে নয়া তালিবান সরকারও। এবার আফগানিস্তানে একের পর এক নিষেধাজ্ঞা জারি হতে শুরু হল। বুধবার সেদেশে মহিলাদের যেকোনও ধরনের খেলাধূলায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করল তালিবানরা।

যেকোনও খেলাধূলার ক্ষেত্রেই মহিলাদের শরীর উন্মুক্ত হয়ে যায়। আর তাই কোনও খেলার সঙ্গেই আফগান মহিলাদের যুক্ত থাকার দরকার নেই। তালিবানের কালচারাল কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লাহ ওয়াসিক সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এই ফতোয়া জানিয়েছেন।

মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা নিয়েও ফতোয়া জারি করেছিল তালিবান জঙ্গিগোষ্ঠী। কেবলমাত্র মহিলা শিক্ষকরাই ছাত্রীদের পড়াতে পারবেন। সেটা কোনওভাবে সম্ভব না হলে বয়স্ক শিক্ষক যার চরিত্রে কোনও দাগ নেই, কেবল তিনিই ছাত্রীদের পড়ানোর দায়িত্ব নিতে পারবেন। বেসরকারি আফগান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রীদের সমসময় বোরখা এবং নিকাব পড়তে হবে। বসতে পারবে না ছেলে মেয়েরা। মাঝে অবশ্যই পর্দা থাকতে হবে।

মঙ্গলবার রাতে তাদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছে তালিবান। আফগানভূমে তালিবান সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে মহম্মদ হাসান আখুন্দ। ডেপুটি প্রধানমন্ত্রী পদে বসছে মোল্লা আবদুর ঘানি বরাদর। তবে দ্বিতীয় ডেপুটি হচ্ছে মৌলবি হানাফি। বিদেশমন্ত্রী হচ্ছে আবাস স্তানিকজাই, প্রতিরক্ষা মন্ত্রী পদে বসছে মোল্লা ইয়াকুব। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সিরাজউদ্দিন হাক্কানি। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর দায়িত্বে মুনির।