দেশ ব্রেকিং নিউজ

‘‌মোদীজিকে মন থেকে ধন্যবাদ’‌

রবিবাসরীয় সকালে কাবুল থেকে ১৬৮ জনকে উদ্ধার করে নিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনার সি–১৭ গ্লোবমাস্টার বিমান। সেখানে ছিলেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা। এদিন ভারতে পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নরিন্দর খালসা। কথা বলতে পারছিলেন না দুঃসহ স্মৃতি স্মরণ করে। কান্নায় ভেঙে পড়েন তিনি। তখন শুধু তাঁর চোখে জল।

এই পরিস্থিতিতে নরিন্দর খালসা অশ্রুসজল চোখে বলেন, ‘‌আমার শুধুই কান্না আসছে। আফগানিস্তানে কখনও এই পরিস্থিতি দেখিনি। সেটাই এখন দেখছি। বিগত ২০ বছরে যা তৈরি হয়েছিল, তার সবটা আজ শেষ হয়ে গেল। এখন শূন্য। আমাদের সরকারও তৈরি হয়েছিল তখন।’‌

জানা গিয়েছে, নরিন্দর খালসা সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করা দ্বিতীয় আফগান সাংসদ। শনিবার আফগান শিখ ও হিন্দুদের ৭২ জনের একটি দলকে কাবুল বিমানবন্দরে তালিবানিরা আটকে রেখেছিল। ভারতীয় সেনা তাঁদের উদ্ধার করে আনে। এদিন নিরাপদে দেশে ফিরতে পারার জন্য নরিন্দর ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, ‘‌মোদীজিকে মন থেকে ধন্যবাদ’‌।