দেশ ব্রেকিং নিউজ

আফগান হিন্দু–শিখদের আশ্রয়

আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করাটাই অগ্রাধিকার। আফগান শিখ এবং হিন্দুদের উদ্ধার করতেও সাহায্য করবে ভারত। তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর বিবৃতি দিয়ে এই কথাই জানাল বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি জারি করে জানান, যাত্রী বিমান পরিষেবা শুরু হলেই আফগান শিখ এবং হিন্দুদের ভারতে আসতে সাহায্য করা হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানের পরিস্থিতির উপর ভারত নজর রাখছে। আফগানিস্তান নিয়ে ভারত যে খুব ভেবে চিন্তা অবস্থান ব্যক্ত করতে চাইছে এদিনের বিবৃতিতে তা স্পষ্ট। প্রায় এক পাতার বিবৃতিতে উল্লেখিত পাঁচটি বিষয়ের মধ্যেই চারটিতেই আটকে পড়া ভারতীয় থেকে শুরু করে সেখানকার শিখ ও হিন্দু সম্প্রদায়ের মানুষজনকেও যে ভারত সরকার দেশে নিয়ে আসতে চায় এবং সেখানকার যে সমস্ত আফগান সদস্যরা ভারতের সঙ্গে কাজ করেছেন অর্থাৎ সেখানকার কূটনৈতিক ব্যক্তিত্বদের ও আফগানিস্তান থেকে নিয়ে আসার বিষয়ে সাহায্য করবে।

বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানের পরিস্থিতির দিকে লাগাতার উচ্চপর্যায়ের নজর রাখা হচ্ছে। ভারতীয়দের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য ভারত সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। যে সমস্ত আফগান নাগরিকরা ভারতে আসতে চান, তাঁদের জন্য দ্রুত নতুন ই-ভিসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিগত কয়েক মাস ধরেই দোহাতে ভারতীয় কূটনৈতিক মহল থেকে তালিবানের সঙ্গে অল্প বিস্তর কথাবার্তাও ছিল বলেই শোনা গিয়েছে। অতীতে কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনার সময়ে ভারত সরকার কোন ভাবেই তালিবানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকে নজর রেখেই বিদেশ মন্ত্রক আগে থেকেই ‘ব্যাকচ্যানেল’ তৈরি চেষ্টা করা হয়েছিল।