দেশ ব্রেকিং নিউজ

আক্রান্ত তৃণমূল মহিলা প্রার্থী ত্রিপুরায়

ত্রিপুরায় ফের আক্রান্ত হলেন তৃণমূল মহিলা প্রার্থী। অভিযোগ, আগরতলা পুরভোটের মহিলা তৃণমূল প্রার্থী থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের সেই সদর কার্যালয় থেকে তাঁকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়। রাজ্যের অন্য একটি থানায় ওই তৃণমূল মহিলা প্রার্থীকে বসিয়ে রাখা হয়েছে। সেখানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। যদিও এ প্রসঙ্গে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আগরতলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পান্না দেব তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন। প্রথম থেকেই প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। রবিবারও বাড়ি-বাড়ি গিয়ে প্রচারের সময় বিজেপি সমর্থকরা বাধা দেয়। এমনকী, তৃণমূল সমর্থকদের মারধর করা হয়। তখনই থানায় অভিযোগ জানাতে যান ওই প্রার্থী। পুলিশে অভিযোগ জানাতে গেলে তারাও বিজেপির পক্ষে সায় দেয় বলে অভিযোগ। তখন ওই মহিলা প্রার্থী আগরতলায় পুলিশের সদরদপ্তরে যান।কিন্তু সেখান থেকে মহিলা পুলিশ কর্মীরা তাঁকে চ্যাংদোলা করে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে। তারপরে তাঁকে অন্য একটি থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।