আল হিলালের হয়ে ভারতে খেলতে আসছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে ভারতের মুম্বই সিটি এফসির গ্রুপে পড়েছে সৌদি ক্লাব আল হিলাল। বৃহস্পতিবার এএফসি’র সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে।
ডি গ্রুপে নেইমারদের আল হিলাল ছাড়াও মুম্বই এফসির প্রতিপক্ষ হিসেবে থাকছে ইরানের ক্লাব নাসসাজি মাজানদারান এফসি ও উজবেকিস্তানের ক্লাব নাভাহোর নামানগান। তবে টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি এখনও তৈরি হয়নি। যে কারণে ডি গ্রুপের অ্যাওয়ে ম্যাচ খেলতে কবে নেইমারের আল হিলাল মুম্বই আসবে, তা জানা যায়নি।
জানা গেছে, এক ঝাঁক দুরন্ত ফুটবলার আল হিলালের হয়ে খেলতে আসছেন ভারতে। আল হিলালের গোল আগলানোর দায়িত্বে রয়েছেন ইয়াসিন বোনো। আছেন ব্রাজিলেরই একাধিক খেলোয়াড়। সার্বিয়ান মিত্রোভিচ, স্যাভিচের পাশাপাশি পর্তুগিজ রুবেন নেভেস আছেন আল হিলালে। সেনেগালের কালিদৌ কুলিবালিও খেলবেন সৌদির ক্লাবটির জার্সি গায়ে। গ্রুপ ই-তে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। একই গ্রুপে রয়েছে আল দুহেইল এসসি, পার্সিপোলিস ও ইস্তিকলোল।