জেলা ব্রেকিং নিউজ

দুঃসাহসিক চুরি আমডাঙার প্রাচীন করুণাময়ী কালী মন্দিরে

আমডাঙার প্রাচীন করুণাময়ী কালী মন্দিরে প্রায় এক কোটি টাকার গয়না চুরি করে দুষ্কৃতীরা।সোমবার সকালে জানা যায় মন্দিরে চুরি হয়েছে। চুরির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকশো বছরের প্রাচীন উত্তর ২৪ পরগনার আমডাঙার এই কালী মন্দির। মন্দিরের কালী মূর্তির প্রায় এক কোটি টাকার গয়না চুরি করে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করতে হবে। এই দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে জ্বালানো হয় আগুন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাঁচিল টপকে ড্রিল মেশিন দিয়ে মন্দিরের জানলা কেটে কোটি টাকার গয়না চুরি করে পালায় দুষ্কৃতীরা। তার মধ্যে রয়েছে খড়গ, হার-সহ একাধিক গয়না। নিয়ে গিয়েছে রূপোর আসনও। তবে এ বিষয়ে এখনও পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, চুরির বিষয়ে তাঁদের কিছু জানান হচ্ছে না, পুরোপুরি অন্ধকারে রাখা হচ্ছে। কীভাবে কী ঘটেছে তা তাঁরা জানতে পারছেন না। পাশাপাশি মন্দিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এমনকি, পুলিশ ও মন্দির কমিটির পক্ষ থেকে তাঁদের কোনও তথ্য দেওয়া হচ্ছে না। নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কীভাবে মন্দিরে ঢুকল দুষ্কৃতীরা? উঠছে সেই প্রশ্নও।