জেলা ব্রেকিং নিউজ

ফের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি

ভরদুপুরে হাওড়ার ডোমজুড়ের একটি গহনার দোকান লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় গহনার দোকানের কর্মীদের। গুরুতর জখম হয়েছেন এক কর্মচারী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গোটা দোকান সাফ করে দেওয়া হয়েছে বলেই খবর। মোট ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে হাওড়া সিটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেলা ১২টা নাগাদ আচমকাই হেলমেট পরে ডোমজুড়ের গহনার দোকানে ঢোকে দুষ্কৃতীরা। দুই বাইকে চেপে এসেছিল চারজন দুষ্কৃতী। সঙ্গে আগ্নেয়াস্ত্রও ছিল। সেই সময় দোকানে দুজন মালিক ও দুই কর্মচারী ছিলেন। আচমকাই সোনার দোকানে ঢুকে চড়াও হয় দুষ্কৃতীরা। ডাকাতিতে বাধা দেওয়ায় বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় গহনার দোকানের কর্মীদের। গুরুতর জখম হয়েছেন এক কর্মচারী। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সোনার দোকানে লুটপাটের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্মীরা। সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন তাঁরা।