বিনোদন ব্রেকিং নিউজ

আদৃত- কৌশাম্বির বিয়ে, শীঘ্রই এক হতে চলেছে চার হাত

আগামী ৯ মে চার হাত এক হতে চলেছে আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তীর। তাঁদের রিসেপশন ১১ মে। ইতিমধ্যেই সামনে এসেছে জুটির বিয়ের কার্ড।
নিজের বাসভবনের কাছে, হাওড়াতে রামরাজাতলার একটি বিলাসবহুল ব্যাঙ্কোয়েটে বসবে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর।

সূত্রের খবর, এই ব্যাঙ্কোয়েটে ডেকোরেশন, খাবার, ভেন্যু, পার্কিং সব মিলিয়ে খরচ প্রায় ৫ লক্ষ টাকা।
তবে বিয়েতে খুব একটা জাঁকজমক থাকছে না । কাছের মানুষরাই নিমন্ত্রিত থাকবেন বলে জানা গিয়েছে।

বিয়ের দিন বেনারসি শাড়িতে সাজবেন কৌশাম্বি, আর আদৃত পরবেন পাঞ্জাবি । মেনুতে থাকছে বিরিয়ানি, ফিস ফ্রাই, আরও অনেক কিছু । চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নবদম্পতিকে এক সঙ্গে দেখার অপেক্ষায় দিন গুণছেন তাদের অনুরাগীরা।