It is the first time in the history of Kolkata municipal corporation, a administrator will be appointed for this Corona situation.
রাজ্য লিড নিউজ

কলকাতা পুরসভায় বসছে প্রশাসক!‌ জোর চর্চা শুরু

করোনার জেরে কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। ৮ মে বসবেন প্রশাসক। মঙ্গলবার খবরটি জানালেন মেয়র ফিরহাদ হাকিম। কে হচ্ছেন প্রশাসক? মেয়র ফিরহাদ হাকিম জানান, প্রশাসক কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২–১ দিনের মধ্যে নির্দেশিকা প্রকাশ করা হবে। সূত্রের খবর, এস পি মিনা হতে চলেছেন কলকাতা পুরসভার প্রশাসক।
উল্লেখ্য, এপ্রিল মাসের মাঝামাঝি পুরভোট হওয়ার কথা ছিল। কিন্তু তারই মাঝে হানা দেয় করোনা। দেশজুড়ে ২৪ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়। এখনও জারি লকডাউন। এখন তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত জারি লকডাউন। আর তাই কলকাতা পুরসভা ইতিহাসে প্রথমবার বসতে চলেছেন প্রশাসক। করোনার জন্য দেশজুড়ে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। পুরভোটের প্রচার ঘিরে অনিশ্চয়তা দেখা দেয়। সবকটি রাজনৈতিক দল পুরভোট স্থগিত করার পক্ষে সওয়াল করে। ফলে প্রশ্নচিহ্ন দেখা দেয় কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে। কারণ কলকাতা পুরসভার আইন অনুযায়ী প্রশাসক বসানো যায় না।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌ভোট হচ্ছে না। তাই প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কাজকর্ম আটকে রাখা যাবে না। এখন কলকাতা পুরসভার আইন অনুযায়ী প্রশাসক বসানো যায় না। তাই অ্যাডভোকেট জেনারেলের কাছে মতামত চেয়ে পাঠানো হয়েছিল। রিমুভ্যাল অফ ডিফকাল্টিস অ্যাক্টে এই প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাই যতদিন পর্যন্ত না ভোট হচ্ছে, ততদিন প্রশাসক কাজ চালাবেন।’‌ ৭ মে মেয়র হিসেবে তাঁর শেষ দিন। ৭ তারিখের পর আর মেয়র থাকতে পারবেন না ফিরহাদ হাকিম। ৮ তারিখ থেকে কলকাতা পুরসভা চালাবেন প্রশাসক।