জেলা ব্রেকিং নিউজ

এগরা–তমলুকে প্রশাসক রদবদল

কাঁথি পুরসভার পর এবার তমলুক ও এগরা। প্রশাসকপদ থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দুর পর এবার সরানো হল এগরা ও তমলুক পুরসভার দুই প্রশাসককে। এঁদের দু’জনই কাঁথির অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাই তাঁদের ডানা ছাঁটা হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর পরই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরানো হয়েছিল তাঁর ছোট ভাই সৌম্যেন্দুকে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, এগরা ও তমলুকের দুই পুরপ্রশাসক যথাক্রমে শংকর বেরা ও রবীন্দ্রনাথ সেনকে অপসারণ করা হয়েছে।
এবার এগরা পুরসভার নতুন প্রশাসক হয়েছেন স্বপন নায়েক ও তমলুক পুর বোর্ডের প্রশাসকের দায়িত্ব সামলাবেন দীপেন্দ্রনারায়ণ রায়। সৌম্যেন্দুকে অপসারণের পর কাঁথি পুরসভার নতুন প্রশাসক নিয়োগ করা হয় সিদ্ধার্থ মাইতিকে। আসলে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ এখন শুভেন্দু নেই। তাই বিকল্প হিসাবে এই পদক্ষেপ করছে তারা।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসেই মেয়াদ শেষ হয়ে যায় এই তিনটি পুরসভা বোর্ডের। কিন্তু নির্বাচন না হওয়ার কারণে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের পুরপ্রশাসক পদে বসিয়েছিল রাজ্য সরকার। ইতিমধ্যেই দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি এবং কাঁথির সাংসদ শিশির অধিকারীকে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে। আসলে অধিকারী পরিবারের কোমর ভেঙে দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।