ব্রেকিং নিউজ রাজ্য

পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক রদবদল: সরানো হল জেলাশাসক জয়শ্রী দাশগুপ্তকে

লোকসভা ভোট মিটতে না মিটতেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শ্রী দাশগুপ্তকে বদলি করা হয়েছে। সোমবারই এই জেলার নতুন জেলাশাসকের নাম ঘোষণা করেছে নবান্ন। স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এমডি পূর্ণেন্দু কুমার মাঝিকে এবার পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক নিযুক্ত করা হল।

ইতিমধ্যেই নবান্ন একটি বিজ্ঞপ্তি দিয়ে নতুন জেলাশাসকের নাম ঘোষণা করেছে। নির্বাচন চলাকালীন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক হিসেবে জয়শ্রী দাশগুপ্তকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই সেই জয়শ্রী দাসগুপ্তকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। জয়শ্রী দাসগুপ্তকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরে।