সন্দেশখালি কাণ্ডে ক্রমশ চড়ছে উত্তাপের পারদ। এরই মধ্যে প্রশাসনিক রদবদল । রাজ্য পুলিশের ডিআইজি (বারাসাত রেঞ্জ) পদে সুমিত কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ডিআইজি সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে। বারাসাত রেঞ্জের ডিআইজি পদের দায়িত্ব দেওয়া হয়েছে ভাস্কর মুখোপাধ্যায়কে।
তিনি সম্প্রতি বারাসাত জেলা পুলিশের পুলিশ সুপারের পদ থেকে উন্নীত হন ডিআইজি পদে। মালদা ডিআইজির পদে নিযুক্ত ছিলেন তিনি। তবে এক মাসের মধ্যেই উত্তর ২৪ পরগনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিয়ে ফিরলেন তিনি। পাশাপাশি সুপ্রতিম সরকারকে এডিজি দক্ষিণবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বদলিকে রুটিন মাফিক রদবদল বলে জানিয়েছে নবান্ন।