রাজ্য লিড নিউজ

আদিবাসী তরুণীকে খুন! সুবিচার চেয়ে প্রতিবাদ মিছিল

RG Kar হাসপাতাল কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর অপরাধীদের ধরতে এবং সুবিচার চেয়ে6 প্রতিবাদের আগুন ছড়িয়েছে রাজ্য ছাড়িয়ে সারা দেশে; এমনকি দেশের বাইরেও। ৯ আগষ্ট নারকীয় ঘটনার পর ১৪ আগষ্ট ঘটনার প্রতিবাদে রাত দখল করতে নামে মেয়েরা। আর সেই রাতেই পূর্ব বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে নান্দুর গ্রামে উদ্ধার হয় এক তরুণীর গলা কাটা দেহ।

জানা যায়, ওই তরুণী নান্দুরের ঝাপানতলার দু’বছর আগে ব্যাঙ্গালুরুর শপিং মলে কাজ করতে যান। ১২ আগষ্ট বাড়ি ফেরেন তিনি। সন্ধ্যায় বাড়ির পাশে শৌচকার্য করতে ঘর থেকে বের হন। এরপর দীর্ঘ সময় তিনি না ফেরায় খোঁজাখুঁজির পরে বাড়ির অদূরে তাঁর গলা কাটা দেহ পাওয়া যায়। আর এই ঘটনায় এখনো অপরাধীরা অধরা। এদিকে আদিবাসী মেয়ে খুনের প্রতিবাদে মিছিল সংগঠিত হচ্ছে দিকে দিকে।

আদিবাসী মেয়ের খুনের অপরাধীদের ধরার ও সুবিচারের দাবিতে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে প্রতিবাদ মিছিল করা হল আদিবাসী সমাজের পক্ষ থেকে। আসানসোলের বি.এন.আর মোড় থেকে ধামসা মাদল নিয়ে মিছিল করা হয়। বি.এন.আর মোড় থেকে মিছিলটি শুরু করে এস.ডি.ও অফিসে গিয়ে শেষ হয় মিছিল। এদিনের মিছিলে আদিবাসী সমাজের অগণিত মহিলা-পুরুষ যোগদান করেন। আদিবাসী সমাজের পক্ষে থেকে মতিলাল সোরেন বলেন, “পূর্ব বর্ধমানের আদিবাসী মহিলার মৃত্যুর দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।এছাড়া রাজ্যে ও দেশে নারী নির্যাতনের ঘটনাগুলির সুবিচার চাওয়া হয়েছে।”