রাজ্য লিড নিউজ

Adibasi Diwas : আজ বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে ২ দিন থাকবেন মুখ্যমন্ত্রী এমনটাই নবান্ন সূত্রে খবর। একুশের বিধানসভা নির্বাচনে মমতাতে আস্থা রেখেছেন ঝাড়গ্রামবাসী। তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পর ওই প্রথম ঝাড়গ্রাম সফরে মমতা। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিকস্তরে তত্‍পরতা তুঙ্গে উঠেছে।

৯ আগষ্ট আদিবাসী দিবস। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেলে তিনি ঝাড়গ্রামে পৌঁছে যান। ঝাড়গ্রাম রাজ বাড়িতে রাত্রিবাস করেন তিনি। এদিন ভারত ছাড়ো আন্দোলন দিবস এবং বিশ্ব আদিবাসী দিবসের দিন ঝাড়গ্রামে বিস্তর কর্মসূচি রেখেছেন তৃণমূল সুপ্রিমো। ওইদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সেখানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগের বছর বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। জেলার মানুষের সমস্যার কথাও শুনেছিলেন তিনি। আর এবার ঝাড়গ্রাম জেলায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভালো ফল হওয়ার পর এই প্রথম আসছেন মুখ্যমন্ত্রী। ১০ই আগস্ট মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে। তবে এই সফরের মাঝে তিনি দু এক জায়গায় পরিদর্শন করতে পারেন বলে সূত্রের খবর।