This time, Adhir Ranjan Chowdhury, the Congress leader of the Lok Sabha, gave a stern letter to Prime Minister Narendra Modi. Adhir Ranjan Chowdhury, a Congress MP from Behrampur and Congress leader in the Lok Sabha, wrote a letter to Prime Minister Narendra Modi asking why West Bengal was not included in Prime Minister Narendra Modi's 'Garib Kalyan Rozgar Abhiyan' project.
রাজ্য

প্রধানমন্ত্রীকে কড়া চিঠি অধীরের

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠি দিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ প্রকল্পে কেন পশ্চিমবঙ্গকেও রাখা হল না?‌ এই বিষয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী।
চিঠিতে তিনি লিখেছেন, ‘‌আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে, আপনি ইতিমধ্যেই যে গরিব কল্যাণ রোজগার অভিযানের ঘোষণা করেছেন, তার মধ্যে ৬টি রাজ্যের ১১৬টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে এবং ওই প্রকল্পের আওতায় কাজ হারিয়ে ভিনরাজ্য থেকে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা ১২৫ দিনের কাজ পাবেন। যে সব জেলায় অভিবাসী শ্রমিকদের জনসংখ্যা ২৫ হাজার বা তার বেশি, সেই সব জেলাকেই এই প্রকল্পের আওতায় নিয়ে আসার কথা বলা হয়েছে।’‌
এই কংগ্রেস নেতা চিঠিতে লেখেন যে, পশ্চিমবঙ্গেও লকডাউনের ফলে লক্ষাধিক পরিযায়ী কর্মী কাজ হারিয়ে নিজের গ্রামে ফিরে এসেছেন এবং তখন থেকেই তাঁরা বেকার, অসহায় এবং নিরাশ অবস্থায় দিন কাটাচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ অভিবাসী শ্রমিক হিসেবে অন্য জায়গায় কাজ করতে যান। কিন্তু আমি স্তম্ভিত হচ্ছি এই দেখে যে, আপনার ঘোষণা করা প্রকল্পে পশ্চিমবঙ্গের একটা জেলাও স্থান পায়নি।
উল্লেখ্য, ভারতের গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং করোনা ভাইরাসকে রুখতে জারি লকডাউনের সময় দেশে ফিরে আসা লক্ষ লক্ষ শ্রমিককে কাজের সন্ধান দিতে চালু হয়েছে গরিব কল্যাণ রোজগার অভিযান। শনিবার ৫০,০০০ কোটি টাকার ওই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা ও রাজস্থান – এই ৬টি রাজ্যের ১১৬ টি জেলায় বাস করে পরিযায়ী শ্রমিকদের ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ প্রকল্পের মাধ্যমে ১২৫ দিনের কাজ মিলবে। তবে যে ক’টা জেলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে সেই সংখ্যাটি পুনরায় বিবেচনার জন্যও কড়া চিঠি লিখেছেন অধীরবাবু।