Congress MP Adhir Chowdhuri appeals to Mamata Bandyopadhyay to allow him to work for repatriation of migrant workers in Bengal.
রাজ্য

মমতার কাছে আবেদন অধীরের

‘‌পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব কৃতিত্ব আপনারই হোক, আমায় শুধু কাজ করতে দিন।’‌ রবিবার ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনই আবেদন করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি দাবি করেন, এতে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই। তাঁর (মমতার) স্বার্থে এবং রাজ্যের স্বার্থে তাঁকে ব্যবহার করুন।
মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, ‘‌আপনি আমাকে আপনার সরকারের পক্ষ থেকে কাজে লাগান। আমি আপনাকে সাহায্য করতে চাই। কোনও রাজনৈতিক ধান্দাবাজির জন্য এই আবেদন করছি না। বাংলার পরিযায়ী শ্রমিকরা কাঁদছে, তাঁদের বাঁচাতে হবে। বাকিরা ট্রেন পাচ্ছে, কিন্তু বাংলা কেন পাচ্ছে না?’‌ প্রবল মমতা বিরোধী এবার তাঁর সরকারের পাশে দাঁড়াতে চাওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
অধীর অভিযোগও করে জানান, যদি সদিচ্ছা থাকত তাহলে অন্য রাজ্যের মতো নোডাল অফিসার নিয়োগ করা হত। বাংলা থেকে রাজ্যওয়ারি নোডাল অফিসার নিয়োগ করা হয়নি। পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আন্তরিক সেই প্রশ্নও তুলেছেন অধীর। কিন্তু সেইসব শ্রমিকরা এই রাজ্যের মানুষ। ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সোমবার থেকে রাজ্যজুড়ে পরিযায়ী শ্রমিকদের নাম–তালিকা ব্লকে ব্লকে বিডিও, এসডিও, ডিএমদের পাঠানোর কর্মসূচি নিয়েছে সিপিএম।
সিপিএমের রাজ্য কমিটির সদস্য শমিক লাহিড়ী বলেন, ‘‌তৃণমূলের সাংসদরা কী করছেন? এটা নিয়ে রাজনীতি বন্ধ হোক। নিয়ম মেনে আগে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে।’‌ অধীর বলেন, এতদিন রাজ্যের বাইরে থেকে রাজ্যে টাকা পাঠিয়ে রাজ্যের আয় বৃদ্ধি করেছেন শ্রমিকরা। কিন্তু এখন সেইসব শ্রমিকদের প্রতি বিরূপ কেন?‌ যারা রাজ্যের বাইরে আছে তাদের দ্রুত ফিরিয়ে আনার জন্য কেন্দ্র–রাজ্যের সরকারের কাছে আর্জি জানাচ্ছে বিরোধীরা। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।