রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন সংসদে বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। আর এটাই এখন রাজ্য–রাজনীতিতে চর্চিত বিষয় হয়ে উঠেছে। তবে হ্যাঁ, এটা বিতর্কিত কৃষি–বিল নিয়ে নয়। রাজ্য প্রশাসনের সর্বময় প্রধান সম্পর্কে কুরুচিকর মন্তব্য কোনওভাবেই বরদাস্ত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপি কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। টুইটে লেখেন, ‘বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।’
অনুপমের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে বাংলার রাজনীতি। বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় এফআইআরও দায়ের করে তৃণমূলের উদ্বাস্তু সেল। রবিবার অনুপম হাজরা বলেছিলেন, ‘আমার যদি করোনা হয় তাহলে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরব।’ এই বিতর্কে মমতার পাশেই দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। তিনি টুইটে তীব্র আক্রমণ শানালেন বিজেপি’র উদ্দেশ্যে। তোপ দেগে অধীর লিখলেন, ‘প্রাক্তন তৃণমূল সাংসদ আগে দিদিকে ‘দেবী’ বলতেন। তাঁর দয়াতেই সাংসদ হয়েছিলেন।’
তিনি আরও লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমারও বহু অভিযোগ আছে। অভিযোগ ব্যক্ত করার অধিকার আমার আছে। কিন্তু তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার কোনও অধিকার নেই। একজন মহিলার প্রতি বিজেপি নেতার অশালীন মন্তব্য বাংলার তথা ভারতীয় সংস্কৃতির অপমান বলে আমি মনে করি।
