ব্রেকিং নিউজ রাজ্য

পার্থকে পদ থেকে সরানোর দাবি অধীরের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার তাঁকে মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

অধীররের পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি সকলের কাছে একটা ওপেন সিক্রেট। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। সেই সময়ই তিনি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত ছিলেন বলেই অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি কোনওকালেই গোপন কিছু নয়। সাধারণ মানুষ সবটাই জানে। আদালতের হস্তক্ষেপের পরই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন,এটা সরকারের পক্ষে কলঙ্কজনক ঘটনা যে পার্থ চট্টোপাধ্যায় এখনও রাজ্যের শিল্পমন্ত্রী। অবিলম্বে তাঁকে এই পদ থেকে সরানো হোক।

সোমবারই নজরুল মঞ্চের এক অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, “যদি কেউ চোর হয়, ডাকাত হয়, তৃণমূল কংগ্রেস রেয়াত করে না। আমি নিজেদের ছেলেদের গ্রেফতার করিয়েছি। অন্যায় করলে আমি নিজের বিধায়ক, সাংসদ, মন্ত্রীদেরও রেয়াত করি না।”

এদিন মমতা আরও বলেন যে, অন্যায় করলে কোনও মন্ত্রীকেই আমি রেয়াত করি না। সত্য প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিন। এত টাকা উঠল জানতেও পারলাম না। আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। অন্যায় করলে তাঁর দায়িত্ব নিজেকে নিতে হবে।