দেশ ব্রেকিং নিউজ

মোদীকে চিঠি দিলেন অধীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের পথই অনুসরণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রাজ্যের মানুষের স্বার্থে তিনিও চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাজ্যের জন্য পর্যাপ্ত পরিমাণ টিকা চেয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর চৌধুরী। চলতি অর্থবর্ষে টিকার জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা কোথায় গেল? কেন্দ্রকে প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতির। এই চিঠি এখন শোরগোল ফেলে দিয়েছে রাজ্য– রাজনীতিতে।
টিকা থেকে শুরু করে অক্সিজেন—বারবার এই ইস্যুতে কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, অতিমারিতেও রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। টিকা পাঠানো হচ্ছে না। চাহিদার তুলনায় জোগান কম। এবার প্রধানমন্ত্রীকে লেখা অধীর চৌধুরীর চিঠিতে দেখা গেল একই অভিযোগ। তিনিও বাংলায় পর্যাপ্ত পরিমাণে টিকা চেয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন।
এমনকী চিঠিতে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন অধীর চৌধুরীর প্রশ্ন, চলতি অর্থবর্ষে টিকার জন্য যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই টাকা কোথায় গেল? এই ভয়াবহ পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জন্য ২০ হাজার কোটি টাকা খরচ করা কতটা যুক্তিযুক্ত, চিঠিতে সেই প্রশ্নও তুলেছেন অধীর চৌধুরী। কিছুদিন আগে করোনার টিকা নিয়ে কেন্দ্রকে আরও দুটি চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।