জেলা

অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চিঠি অধীরের

অক্সিজেন নিয়ে কেন্দ্র–রাজ্য সংঘাত তো রয়েছেই। তার মধ্যে করোনার দাপট বেসামাল করে দিয়েছে গোটা দেশ তথা রাজ্যকে। এই পরিস্থিতিতে অক্সিজেন প্ল্যাট তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এমনকী কেন্দ্রকে তা চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে। অক্সিজেন মজুত করে রাখতে হচ্ছে। কারণ বেড়ে চলেছে করোনার সংক্রমণ।
দেশজুড়ে অক্সিজেন সঙ্কটও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলায় করোনা রোগীদের চিকিৎসায় যাতে অক্সিজেনের ঘাটতি না হয় তার জন্য উদ্যোগী হলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এদিন জেলাশাসক শরদকুমার দ্বিবেদীকে চিঠি লিখে নিজের লোকসভা কেন্দ্রে তথা জেলায় অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য দ্রুত সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা ছাড়বার অনুরোধ জানালেন অধীর।
তিনি লিখেছেন, ওই টাকা দিয়ে দুটি অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত অ্যাম্বুলেন্স কেনার ব্যবস্থা করতে। গোটা প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান অধীর। ভোটের বাংলায় মাথাচাড়া দিয়েছে করোনাও। সংক্রমণে রাশ টানা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। হাসপাতালে বেড পেতে বা বেড পেলেও অক্সিজেনের ঘাটতি যাতে না হয় সেই জন্যই এবার এগিয়ে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।