এক সপ্তাহের মধ্যে দু’বার চিঠি। করোনা আবহে নিজের সাংসদ তহবিলের টাকা ব্যবহারের অনুরোধ জানিয়ে ফের জেলাশাসককে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে উল্লেখ করলেন মুর্শিদাবাদে অক্সিজেন প্লান্ট তৈরি ও অ্যাম্বুল্যান্স কেনার বিষয়টি। এই মুহূর্তে করোনায় আক্রান্ত হচ্ছেন মানুষ। তাঁদের সেবা করতেই এই টাকার প্রয়োজন বলে জানান তিনি।
বাংলায় করোনা পরিস্থিতি এখন রীতিমতো উদ্বেগজনক। সংক্রমণে লাগাম পরাতে কার্যত লকডাউন ঘোষণা করেছে সরকার। করোনা রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করার দরকার। কয়েকদিন আগে মুর্শিদাবাদের জেলাশাসককে চিঠি লিখেছিলেন তিনি। জেলায় অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য সাংসদ তহবিলের টাকা বরাদ্দের অনুরোধ জানিয়েছিলেন সেই চিঠিতে। ওই টাকায় দুটি অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত অ্যাম্বুলেন্স কেনার জন্যও বলেছিলেন।
দ্বিতীয়বার চিঠি দিলেন জেলাশাসককে। একই কথা স্মরণ করিয়ে দিলেন বহরমপুরের সাংসদ। অধীর লিখেছেন, ‘মুর্শিদাবাদে কোভিড পরিস্থিতি খুবই খারাপ। এই পরিস্থিতিতে অক্সিজেন প্লান্ট ও অ্যাম্বুল্যান্স আমার সংসদীয় এলাকার লোকেদের খুবই কাজে আসবে। ১৫ দিন আগে এই দুটি জিনিসের ব্যবস্থা করার জন্য আপনাকে চিঠি লিখেছিলাম।
অধীর চৌধুরী নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তখন রাজ্যে বিধানসভা ভোট চলছে। বড়ঞার প্রার্থী শিলাদিত্য হালদারের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর নিভৃতবাসে চলে গিয়েছিলেন অধীর। এরপর টুইট করে জানান, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিনে আমার কাছাকাছি আসা সকলকে কোভিডবিধি মেনে চলতে অনুরোধ করছি। ভার্চুয়াল মাধ্যমে প্রচার জারি রাখব। কোভিডকে নিজের জীবন থেকে দূরে রাখতে সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।’