বিধাননগর সাংসদ–বিধায়ক আদালতে হাজিরা দিলেন কংগ্রেসের বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। মূলত তাঁর বিরুদ্ধে ৩৯টি রাজনৈতিক মামলা রয়েছে। বিভিন্ন জায়গায় সেই সমস্ত মামলার হাজিরা দিতে হচ্ছে। এদিন অধীররঞ্জন চৌধুরী জানান, মামলার কারণে এসেছি। ভোট প্রচারে গিয়েছিলাম। সেখানে ও কেস দিয়েছে।
এইভাবে হাজিরা দিতে হচ্ছে যা চরম অন্যায়। সবার পক্ষে এইভাবে আসাটা তো সম্ভব নয়। কেউ হয়তো অসুস্থ হয়ে আছে। তারা আসবে কিভাবে যে কোন ঘটনায় এইভাবে কেস দিয়ে রেখেছে। বারবার মামলার জন্য ছুটে আসা নিয়ে তিনি যে বিরক্ত সেকথাও জানান বহরমপুরের সাংসদ।
এদিন তিনি বলেন, ‘মুর্শিদাবাদে ভবঘুরেদের দেখতে গিয়েছি। সেটা নিয়েও কেস দিয়েছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলাম সেখানেও মামলা করে দিয়েছে। আসলে এত কেস করেছে আমার গোনার হিসাবে নেই। আইনজীবীরা জানে কত, কি কেস দিয়েছে।’ পরবর্তী শুনানি ২০ সেপ্টেম্বর।