ভবানীপুরের দলের কর্মীদের তৃণমূলকে ভোট দেওয়ার ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘সাধারণ কর্মী-সমর্থকদের নয়াদিল্লির বার্তা বোঝা উচিত। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিও না। ব্যক্তিগতভাবে একসময় আমিও বলেছিলাম, উনি রাজ্যজুড়ে বড় জয় পেয়েছেন। তখন তাঁর প্রতি সৌজন্য দেখিয়ে আমাদের উচিত সেখান থেকে প্রার্থী প্রত্যাহার করা।’
এদিন তিনি জানান, সাধারণ মানুষ যাকে খুশি ভোট দেবে। কংগ্রেস সমর্থকরা কোথায় ভোট দেবে না দেবে আমার কাছে কী কারও স্পনসর করা আছে। যখন পার্টি সিদ্ধান্ত নিয়েছে তখন কংগ্রেস সমর্থকরাও জানে, পার্টি কী বলতে চাইছে। তাঁদের আমি কেন বারবার করে বলে দেব? সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের অধীনে আমি। সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের অধীনেই প্রত্যেকটা পার্টির কর্মী। সাধারণ কংগ্রেস কর্মীদেরও দিল্লির বার্তা বোঝা উচিত।
তবে, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর ভোটে লড়াই না করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্য। মাথায় রিভলভার ঠেকিয়ে তাঁকে প্রার্থী করিনি। ওঁর বাড়িরও সবার সম্মতি ছিল। ব্লক নেতৃত্বের সিদ্ধান্তমতো তাঁকে প্রার্থী করা হয়েছিল। তিনিও রাজি ছিলেন। এখন বলছেন, ভোটে লড়ব না। প্রতীক নেওয়ার পর মনোনয়নপত্র জমা দিয়ে তিনি পাল্টি খেলেন। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট করা উচিত নয়।’