কিছুদিন আগে রাজ্য সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চেয়েছিলেন তিনি। আর এখন রাজ্য সরকারকেই তিনি কাঠগড়ায় তুললেন। হ্যাঁ, তিনি বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। পরিযায়ী শ্রমিকদের নিজের জেলায় ফিরিয়ে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র। ট্রেনের টিকিটের ৮৫ শতাংশই ভর্তুকি দেবে মোদী সরকার। আর ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনতে বাংলার জন্য মাত্র দুটি ট্রেন চেয়েছেন মমতার সরকার। বৃহস্পতিবার রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে ফোনে কথা বলে বিস্ফোরক দাবি করলেন অধীর চৌধুরী।
এদিন তিনি বলেন, রেলমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বাংলা থেকে মাত্র দুটি ট্রেনই চাওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য। মুখ্যমন্ত্রীর সাহস থাকলে প্রমাণ করুন রেলমন্ত্রী মিথ্যা কথা বলছেন। বাংলার শ্রমিকদের জন্য বেঙ্গালুরু থেকে ট্রেন চালানোর কথা বলেছিল কেন্দ্র। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ফলোআপ করেননি।
অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে মূলত দুটি বিশেষ ট্রেন পেয়েছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই কথা আগেই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘অন্য রাজ্যে আটকে পড়া আমাদের রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনতে অজমের এবং কেরল থেকে ২৫০০ পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, ছাত্রছাত্রী ও রোগীদের নিয়ে দু’টি বিশেষ ট্রেন ছাড়বে। ফিরে আসা প্রত্যেকেরই স্বাস্থ্যপরীক্ষা হবে স্বাস্থ্যবিধি মেনে।’
উল্লেখ্য, ইতিমধ্যেই ডানকুনি স্টেশনে প্রায় ১২০০ শ্রমিক ফিরেছেন। ফিরেছেন কটক, বাইরে আটকে পড়া বাংলার পড়ুয়ারাও। কিন্তু এখনও বহু শ্রমিক যাঁরা কাজ খুঁজতে ভিন রাজ্যে গিয়েছেন, তাঁরা আটকে রয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আবেদন করেছেন তাঁকে যাতে সরকারি কাজে লাগানো যায়। বাংলার শ্রমিকদের ফিরিয়ে আনতে রাজ্য সরকারকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন জানান অধীর।