রাজ্য

প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদের

একেবারে চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারকে কাঠগড়ায় তুললেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। করোনাভাইরাসের প্রকোপ এবং লকডাউন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারকে নিশানা করে অধীর বলেন, ফেব্রুয়ারিতেই দেশে লকডাউন ঘোষণার প্রয়োজন ছিল। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বহরমপুরের কংগ্রেস সাংসদ জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ফেব্রুয়ারি মাসেই দেশে লকডাউন ঘোষণা করা উচিত ছিল। কিন্তু বিজেপি তখন মধ্যপ্রদেশের সরকার ভাঙার খেলায় ব্যস্ত ছিল। তাদের কাছে দেশ নিয়ে চিন্তাভাবনা করার মতো সময় ছিল না।
কংগ্রেসের এই দাপুটে সাংসদ আরও জানান, ২৫ মার্চ বিশৃঙ্খলভাবে লকডাউন ঘোষণা করে কেন্দ্র। তখন পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে। সরকারের ভুল পদক্ষেপের ফল গোটা দেশের মানুষ ভুগছেন। প্রধানমন্ত্রীর উচিত, দেশের মানুষের কাছে এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেওয়া। বিশ্বের অনেক দেশেই লকডাউন জারি হয়েছে। কিন্তু এমন পরিস্থিতি কোথাও তৈরি হয়নি।
করোনা নিয়ে রাজনীতির প্রসঙ্গে বহরমপুরের সাংসদ জানান, করোনা নিয়ে কংগ্রেস মোটেই রাজনীতি করছে না। আটকে পড়া শ্রমিকদের ঘরে পৌঁছনোর জন্য উত্তরপ্রদেশে কংগ্রেস বাসের ব্যবস্থাও করেছিল। কিন্তু এই উদ্যোগ নিয়ে উত্তরপ্রদেশ সরকারই রাজনীতি করেছে। প্রথমে বাস প্রবেশের অনুমতি দেওয়া হয়, তার পরে উত্তরপ্রদেশের সীমানায় বাস প্রবেশে নিষেধ করা হয়।