ফ্ল্যাট থেকে উদ্ধার ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। মৃত অভিনেত্রীর নাম পল্লবী দে। গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় তাঁর বাড়ি। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় গড়ফা থানার পুলিশ। অভিনেত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গাঙ্গুলিপুকুর এলাকায়।
জানা গিয়েছে, বছর দেড়েক ধরে সাগ্নিক নামের এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। একই ফ্ল্যাটে থাকতেন তারা। শনিবার রাতে পল্লবী ও তাঁর প্রেমিক আলাদা আলাদা বেডরুমে শুতে যান। সকালে দরজা দরজা ভিতর থেকে বন্ধ পান। বেল টিপে সাড়া পাননি। ফাঁক দিয়ে দেখেন ওই অভিনেত্রীর দেহ ঝুলছে। জোরে ধাক্কা দিয়ে দরজা ভাঙেন সাগ্নিক। ভিতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে ঝুলছে অভিনেত্রীর দেহ। কোনও সুইসাইড নোট পাওয়া যায় নি। ইতিমধ্যেই সাগ্নিকের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে পল্লবীর অভিনয় নজর কেড়ে নিয়েছিল সকলের। খুব বেশি দিন হয়নি তিনি টলিউডে পা রেখেছেন। একের পর এক ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। এর আগে ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও পল্লবীর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে ‘মন মানে না’ ধারাবাহিকে অভিনয় করছিলেন পল্লবী। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যেত তাঁকে। বৃহস্পতিবার পর্যন্ত স্বাভাবিকভাবেই ধারাবাহিকের শুটিং করেছেন বলেই জানা গেছে। পল্লবীর আকস্মিক এই মৃত্যুর খবরে শোকাহত তাঁর সহকর্মীরা। ইতিমধ্যেই অভিনেত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে।
You must be logged in to post a comment.