দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন অভিনেত্রী ওয়াদিয়া রহমান। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৬৯-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
প্রবীণ বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান ৬৯-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। অভিনেত্রী তাঁর প্রাপ্ত পুরস্কারটি চলচ্চিত্র শিল্পকে উৎসর্গ করেন। ‘গাইড’, ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’ এবং চৌধাভিন কা চাঁদের’ মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। এদিন অনুষ্ঠানে তিনি বলেন, তাঁর প্রিয় চলচ্চিত্র ‘গাইড’।