চুটিয়ে প্রেম করছেন সকলের প্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের মনের মানুষের কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। এবার ঋতাভরী নিজের সেই স্পেশাল মানুষটির সাথে পরিচয় করিয়ে দিলেন সবার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নিজেদের রোম্যান্টিক ছবি। ২০২৩ –এ ডাঃ তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন ঋতাভরী।
তথাগত একেবারেই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ।শহরের হাসপাতালের বিশিষ্ট মনোবিদ তিনি। ঋতাভরীর সঙ্গে প্রথম আলাপ এক ক্লিনিকের উদ্বোধনে। ধীরে ধীরে শুরু হয় তাদের বন্ধুত্ব, তারপরেই তা প্রেমের দিকে গড়ায়। প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তথাগতই। ঋতাভরীর কথায়, মাত্র কয়েকমাসের মধ্যেই তাঁর জীবনের বিশেষ মানুষ হয়ে উঠতে পেরেছেন তথাগত। তথাগত-র কাছেই তিনি সব শান্তি খুঁজে পান।
গতবছর অস্ত্রপ্রচারের পর মানসিক ভাবে ভেঙ্গে পরেছিলেন ঋতাভরী। তখন তার কঠিন সময়ে সর্বদা তথাগত পাশে থেকেছেন। এখন দুজন একসঙ্গেই থাকছেন। বিয়েও সেরে ফেলবেন। নতুন বাড়ি কেনারও পরিকল্পনা রয়েছে। সেখানেই নতুন সংসার পাতবেন। এ বছরের শেষেই আংটি বদল পর্ব সেরে ফেলবেন এই জুটি।
বেশ কিছুদিন অসুস্থ থাকার পর কাজে ফিরেছেন ঋতাভরী। অস্ত্রোপচারের পর ঋতাভরীর চেহারাতেও এসেছে বিরাট পরিবর্তন। সেই কারণে বডিশেমিং-এরও শিকার হতে হয়েছে তাকে। বডিশেমিং নিয়ে ঋতাভরীর নতুন একটি সিনেমা ‘ফাটাফাটি’ আসতে চলেছে। এই ছবিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।