বিনোদন ব্রেকিং নিউজ

বিজেপিতে যোগ দিলেন পায়েল

বিধানসভা নির্বাচনের মুখে টলি তারকাদের দলবদল বা রাজনৈতিক দলে যোগ দেওয়া নতুন কিছু নয়। শুধু পালটে যাচ্ছে রং, পালটে যাচ্ছে মুখ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন টলিউডের অন্যতম পরিচিত মুখ পায়েল সরকার। গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলির সভায় একাধিক চলচ্চিত্র অভিনেতা–পরিচালক তৃণমূলে যোগ দেওয়ার পর দিন বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার।
বৃহস্পতিবার সকালে হেস্টিংসে ‘লক্ষ্য সোনার বাংলা’ প্রকল্প উদ্বোধনের মঞ্চেই বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন অভিনেত্রী। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যা প্রত্যাশিতভাবেই চমকে দিয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। সপ্তাহখানেক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন টলি অভিনেতা যশ দাশগুপ্ত–সহ আরও অনেকেই। তখনই শোনা যায়, পায়েলও নাম লেখাতে চলেছেন গেরুয়া শিবিরে। তবে সে দিন মিন্টো পার্কের একটি বিলাসবহুল হোটেলে যশ ছাড়াও পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, রাজ মুখোপাধ্যায়, অশোক ভদ্র, মীনাক্ষী ঘোষ, মল্লিকা বন্দ্যোপাধ্যায়–সহ আরও কয়েকজন বিজেপিতে যোগ দিলেও দেখা যায়নি পায়েলকে।
প্রশ্ন ওঠে, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তাহলে পায়েল কেন মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু সামলাতে পারছেন না? জবাবে অভিনেত্রী জানান, মুখ্যমন্ত্রীর বিরোধিতা করব বলে বিজেপিতে যাইনি। তাঁর কাজের ক্ষেত্রে সক্ষমতা নিয়ে আমি কিছু বলতে পারি না। সবচেয়ে বড় বিষয় বাংলার জনগণ কী চাইছেন, মানুষ যাঁকে চাইবে তিনিই মুখ্যমন্ত্রী হবেন। আমার বিজেপিতে যোগ দেওয়ার কারণ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আদর্শ। যা আমার সঙ্গে মেলে। তাই ওঁর আদর্শ মেনেই কাজ করে যাব।