বিনোদন ব্রেকিং নিউজ রাজ্য

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত অভিনেত্রী পার্নো মিত্র

করোনার সংক্রমণ রুখতে আগামিকাল থেকেই জারি কড়া বিধিনিষেধ।এরই মাঝে টলিউডে ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী পার্নো মিত্র। নিজের ইনস্টা স্টোরিতে অভিনেত্রী নিজেই তা জানান। তিনি লেখেন, “একটা গুরুত্বপূর্ণ আপডেট সকলকে দিতে চাই। আমি করোনা আক্রান্ত। মৃদু উপসর্গ। আমি নিভৃতবাসে। গত তিনদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা দয়া করে কোয়ারেন্টাইনে রয়েছে।প্রয়োজনে পরীক্ষা করে নিন। সাবধানে থাকুন। মাস্ক পরুন।”

বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো মিত্র। গত বছর এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। তবে টিকার দু’টি ডোজ নেওয়ার পর আবারও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী।

এছাড়া বছরের প্রথম দিনই কোভিড পজিটিভ হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। তারপর আক্রান্ত হন পার্নো মিত্র।

গত ৩১ শে ডিসেম্বর অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বোন চিত্রাঙ্গদার করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শতরূপা সান্যাল। কোভিডের কারণে চিত্রাঙ্গদার বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে।

বলিউডেও থাবা বসিয়েছে করোনা। গত শনিবার ম্রুণাল ঠাকুরের করোনা আক্রান্ত হওয়ার খবরও মিলেছে। করোনা আক্রান্ত হয়েছিলেন অমৃতা অরোরা,করিনা কাপুরও।এখনও আইসোলেশনে রয়েছেন নোরা ফাতেহি ও অর্জুন কাপুর।

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও ভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্তে যেন কিছুতেই রাশ টানা যাচ্ছে না, বাড়ছে উদ্বেগ।