RG Kar হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ। ন্যায় বিচার এবং অভিযুক্তর ফাঁসির দাবিতে চলছে প্রতিবাদী মিছিল, বিক্ষোভ, আন্দোলন।
রবিবার RG Kar কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন টলি জগতের অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা। এদিন সন্ধ্যায় কলকাতার কাছে খান্না থেকে মিছিল শুরু হয়ে তা এগোতে থাকে RG Kar -এর দিকে।
পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, জিতু কামাল, সৃজিত মুখার্জি, অঙ্কুশ হাজরা, রাহুল বন্দোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পাওলি দাম, ঐন্দ্রিলা সেন, রূপাঞ্জনা, শান্তিলাল মুখার্জি, কৌশিক গাঙ্গুলী, মমতা শঙ্কর, ঐশ্বর্যসহ টলিউডের সেলিব্রেটিরা পা মেলান এই মিছিলে।