বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ। নামখানায় অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন হিরণ। তাঁর দাবি, বাংলায় অলক্ষ্মীর প্রভাব পড়েছে। সেই অলক্ষ্মীকে দূর করে রাজ্যে লক্ষ্মী ফেরাতে হবে। সেই লক্ষ্যেই তাঁর গেরুয়া যাত্রা। তিনি আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন। এখন বিজেপিতে গেলেন।
তৃণমূল যুব কংগ্রেসের সহ–সভাপতি পদেও ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে তাঁকে শাসকদলের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে। নিজের দলত্যাগ প্রসঙ্গে হিরণ বলেন, ‘বাংলা থেকে অলক্ষ্মী বিদায়ই আসল লক্ষ্য। আর সেই স্বপ্ন নিয়েই ২০১৪ সালে একটা দলে যোগ দিয়েছিলাম। কিন্তু রাস্তায় শুধু নীল–সাদা রং ছাড়া আর কিছুই হয়নি। হতাশ হয়েছি। তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতেই যোগ দিতে যাচ্ছি।’
তাঁকে শুধুমাত্র প্রচারের কাজেই ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন হিরণ। কিন্তু তাঁর কথা শোনার সময় দলে কারো হয়নি বলে দাবি এই অভিনেতার। তাঁর আশা, বিজেপি’র মতো সর্বভারতীয় দলে গিয়ে প্রকৃত অর্থে পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে।
এখন সরগরম টলিপাড়া। কারণ কৌশানী মুখোপাধ্যায়, সৌরভ দাস, রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যের মতো পর্দার চেনা অভিনেতারা ইতিমধ্যেই যোগ দিয়েছেন তৃণমূলে। আবার তৃণমূলকে বিদায় জানিয়ে বিজেপির হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। যোগ দিয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ কৌশিক রায়ও। গতকালই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। বিজেপির পতাকা তুলে নিয়েছেন পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, শর্মিলা ভট্টাচার্য–সহ টলিউডের আরও একঝাঁক তারকা। এবার যোগ দিলেন হিরণ।