বিনোদন ব্রেকিং নিউজ রাজ্য

অস্কার পুরস্কার পেলেন অভিনেতা দেব!

সকাল থেকে খবরের শিরোনামে অভিনেতা দেব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের জয়ের কথা জানান নায়ক। লিখেছেন, অস্কার পুরস্কার পেলেন তিনি। শুক্রবারই মুক্তি পেয়েছে তার অভিনীত ও প্রযোজিত ‘কিশমিশ’।

প্রতিবারের মত সপরিবারে এই ছবি দেখতে যান দেব। এবারও তার অন্যথা হয়নি। আর সেই ‘কিশমিশ’ দেখে এসে তাঁর বাবা জানান তাঁর মনের কথা। দেবের মতে, ছবির সেরা রিভিউ দিলেন তাঁর বাবা। ‘কিশমিশ’ দেখে এসে দেবের বাবা তাঁকে একটি চিঠি লিখেছেন। গুরুদাসবাবুর দেখা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নায়ক। তিনি লিখেছেন, ‘কিশমিশ সুপার ডুপার হিটস’।

এর আগে ছেলের কোনও ছবি দেখে এসে তেমনভাবে আবেগে ভাসেনি দেবের বাবা গুরুদাসবাবু। বাবার থেকেই প্রথম রিভিউ পেল দেব। স্বাভাবিকভাবেই এটি তাঁর কাছে অত্যন্ত স্পেশাল একটি মুহূর্ত। তিনি দেখেন একটি কাগজের পাতায় গোটা গোটা অক্ষরে এমন লেখা রয়েছে দরজায় আটকানো। বাড়ি ফিরেই সেটি চোখে পড়ে দেবের। বাবার থেকে প্রথম রিভিউ পেয়ে আবেগে ভাসছে গোটা পরিবার সহ দেব।

সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, ”আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে বাবা আমাকে একটি চিঠিও লেখেননি। প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং পরিবার এসেছিল ‘কিশমিশ’ দেখতে। সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা। সবশেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছেন, ‘kishmish super duper hetes’. আজকে মনে হল, বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম। আপনাদের কতটা ভাল লাগবে তা আমার জানা নেই। কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে কিশমিশের মতই মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেন অস্কার পেলাম।”