সুশান্ত সিং রাজপুতের পর এবার আরেক বলিউড অভিনেতা আসিফ বসরার ‘আত্মহত্যার’ খবর এসেছে। হিমাচল প্রদেশের ম্যাকলয়েড গঞ্জের এক গেস্ট হাউস থেকে বৃহস্পতিবার আসিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
ধর্মশালার পুলিশ সুপার বিমুক্ত রঞ্জন জানান, আসিফ বসরা সকালে আত্মহত্যা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুক্রবারের মধ্যে প্রাথমিক রিপোর্ট পাওয়া যাবে। তবে দেহের পাশে কোনও সুইসাইড নোট মেলেনি বলে জানান পুলিশ সুপার।
‘ব্ল্যাক ফ্রাইডে, ‘জব উই মেট’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘কৃষ ৩’, ‘হেচকি’র মতো চলচ্চিত্রে কাজ করেছেন আসিফ বসরা। সবশেষ ওয়েব সিরিজ ‘হস্টেজ-এ তাকে দেখা গেছে।
আসিফের মৃত্যুতে মনোজ বাজপেয়ী, স্বরা ভাস্কর, ইমরান হাসমিসহ বলিউড অভিনেতা-নির্মাতা শোক প্রকাশ করেছেন।
গত ৫ বছর ধরে ম্যাকলয়েড গঞ্জের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন আসিফ বসরা। অভিনেতার সঙ্গে তার বিদেশিনী বান্ধবীও থাকতেন।