প্রয়াত বাংলাদেশের বিখ্যাত অভিনেতা আবদুল কাদের। শনিবার সকালে ঢাকার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৬৯ বছরের অভিনেতার প্রয়াণের খবর জানান তাঁর পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।
গত ৮ ডিসেম্বর আবদুল কাদেরকে চিকিৎসার জন্য চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়। ১৫ ডিসেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার ক্যানসার হয়েছে এবং তা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক দুর্বলতার জন্য সেখানে কেমোথেরাপি করা সম্ভব নয়।
গত ২০ ডিসেম্বর অভিনেতাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ–তে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিশিষ্ট অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আবদুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
উল্লেখ্য, ১৯৫১ সালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামে জন্ম আবদুল কাদেরের। ‘কোথাও কেউ নেই’ নাটকের চরিত্র ‘বদি’ খ্যাত আবদুল কাদের। তিনি টেলিভিশনে প্রায় দুই হাজারের বেশি নাটকে অভিনয় করেছেন। কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। তারপর ১৯৭৯ সাল থেকে ‘বাটা’ কোম্পানিতে চাকরি করেন। হুমায়ূন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান আবদুল কাদের। সিনেমা, টেলিভিশন, বিজ্ঞাপন জগতে দীর্ঘদিন ধরে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন।
