নদীয়ার পলাশীপাড়া রাধানগর ঘাটের ব্রিজের নিচ থেকে উদ্ধার আটটি তাজা বোমা, চারটি সকেট বোমা এবং চারটি পেটো। আর এই বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পলাশীপাড়া রাধানগর ঘাট এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে পলাশীপাড়া পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছে। তদন্ত নেমেছে পলাশীপাড়া থানার পুলিশ। তবে বোমা উদ্ধার ঘিরে এলাকাবাসীর মনে আতঙ্ক দানা বেঁধেছে। পুলিশ সূত্রে জানা যায়, পলাশীপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ব্রিজের নিচ থেকে 8 টি বোমা উদ্ধার করে পরে পলাশীপাড়া থানার পুলিশের পক্ষ থেকে এবং স্কোয়ারে খবর দেওয়া হয় তারপরই ব্রিজের নিচের পরিত্যক্ত জায়গা থেকে বোমাগুলো উদ্ধার করে নিয়ে আসে পলাশীপাড়া থানার পুলিশ। পলাশীপাড়া রাধানগর জলঙ্গি এই ব্রিজটি নদীয়া এবং মুর্শিদাবাদ যাওয়ার একটিমাত্র বীজ এর সাথে কোন আতংবাদি যুক্ত আছে কিনা তার তদন্তে নেমেছে পলাশীপাড়া থানার পুলিশ। যদিও এই ঘটনার পরে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
অন্যদিকে, নদীয়ার চাপরা থানার অন্তর্গত হাটরা ডাঙ্গাপাড়া এলাকার চাষের খেতের পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে উদ্ধার চারটি সকেট বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কে বা কারা এই বোমাগুলি রেখেছে তার তদন্ত চালাচ্ছে চাপড়া থানার পুলিশ। তবে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে রয়েছে যথেষ্ট মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ।