জেলা ব্রেকিং নিউজ

সক্রিয় পুলিশ, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই অতি সক্রিয় রাজ্য পুলিশ। রাজ্যজুড়ে চলছে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের বিশেষ অভিযান। আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে যেকোনো সময় হানা দিচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ফের মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সুন্দরপুরে বিশেষ অভিযান চালিয়ে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে। বোমা উদ্ধার হওয়া জায়গাটি সিল করে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বড়ঞা থানার পুলিশের তরফে খবর দেওয়া হয় কান্দি বোম স্কোয়াড টিমকে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সুত্রে খবর পেয়ে নাকা চেকিং ও তল্লাশি শুরু করে বসিরহাট থানার পুলিশ। এরপরই বসিরহাটের পৃথক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এদিন স্বরুপনগর থানা এলাকার বড় বাঁকড়া থেকে সন্দেহজনক ভাবে রুহুল আমিন মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয় একনলা বন্দুকসহ গুলি। পাশাপাশি বাদুড়িয়া বাজার থেকে রিভালবার, গুলিসহ বাবুসোনা মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

আজ পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা মোহনপুর ও রাজীপুরের এরুয়ার গ্রামে বিপুল পরিমান বোমা উদ্ধার হয়। এই বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকা ঘিরে রাখে ভাতার থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম নিষ্ক্রিয় করা টিমকে।তারা এসে বোমা গুলি নিষ্ক্রিয় করেন কড়া নিরাপত্তার মাধ্যমে। ভাতার এলাকার মানুষজন জানান, এইভাবে চতুর্দিকে বোমা উদ্ধার হলে তাহলে নিরাপত্তা কোথায় থাকছে?