বিনোদন ব্রেকিং নিউজ

অ্যাকশন ভরপুর ‘কেজিএফ চ্যাপ্টার ২’

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবির ট্রেলার। কেজিএফ ছবির সাফল্যের পর ছবিটির দ্বিতীয় অংশের ট্রেলার প্রকাশ্যে এসেছে। আরও বড় মাপে তৈরি হয়েছে এই ছবি। ট্রেলারে একেবারে ভরপুর আ্যকশান করতে দেখা গেছে দক্ষিণী তারকা যশকে। আর কয়েক মিনিটের ট্রেলার দর্শক মহলে ঝড় তুলে দিয়েছে।এই ছবিতে তাঁর চরিত্রের নাম রকি। এছাড়াও অভিনয় করছেন শ্রীনিধি শেট্টি, সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, অনন্ত নাগ।

জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ । হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম ভাষায় দেখা যাবে এই সিনেমা। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবির মাত্র ২ মিনিট ৫৯ সেকেন্ডের ট্রেলার-এর পোস্টার শেয়ার করে জানিয়েছেন, ‘বক্স অফিসে ঝড় তুলতে চলেছে এই সিনেমা। ‘কেজিএফ’ -এ গরুড়কে মারার পর কী হল, সেই কাহিনী বলবে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ । এখানে মুখোমুখি হবে রকি ও অধীরা। ট্রেলারে রয়েছে সেই ঝলকও । অধীরার চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত।

২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় ‘কেজিএফ চ্যাপ্টার ১’।প্রায় আশি কোটি টাকায় তৈরি এই ছবিটি আড়াইশো কোটি টাকার ব্যবসা করে। ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ দেখা যায়, রকি নামের একজন যুবক তার মৃত মাকে দেওয়া প্রতিজ্ঞা পালন করতে প্রচুর ক্ষমতা এবং টাকা উপার্জনের চেষ্টা করতে থাকে। এরপরই মুম্বাইয়ের গোল্ড মাফিয়ার সঙ্গে জড়িয়ে যায় সে। সাধারন একটি ছেলে হয়ে ওঠে মাফিয়া। দ্বিতীয় চ্যাপ্টারে এই গল্পেরই পরবর্তী সময়ের কথা বলা হবে।