ব্রেকিং নিউজ রাজ্য

রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুরের বিপুল সম্পত্তির হদিস দুবাইয়ে!

বাংলায় রেশন বণ্টনে দুর্নীতির অভিযুক্ত বাকিবুর রহমানের বিপুল সম্পত্তির হদিস পাওয়া গেল সুদূর দুবাইয়ে। ইডির দাবি, রেশন দূর্নীতির টাকায় এই সম্পত্তি ক্রয় করেছেন মিল মালিক বাকিবুর।

এই মামলার তদন্ত সূত্রে দুবাইয়ে বসবাসকারী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় এদেশের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যার কারণে দুবাইয়ের সহযোগিতা চায় ভারত। একই সঙ্গে জামিনে বাইরে থাকা অভিযুক্ত বাকিবুরের দুবাই যাওয়ার আবেদনেও নাকোচ করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা।

ব‌্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে বাকিবুর আগেই দুবাই যাওয়ার আবেদন জানিয়েছেন। এতে ইডি আপত্তি জানায়। শুক্রবার তার শুনানি হয়। বিচারক জানান, জামিন দেওয়ার শর্ত ছিল বিদেশে যাওয়া যাবে না। কেওয়াইসি আপডেট করতে যাবেন বলে জানানো হয়েছে। বাকিবুর রহমানের আইনজীবী জানান, দুবাইয়ে ভিসা আপডেট করানোর প্রয়োজন আছে। দুবাইয়ে বাকিবুর রহমানের দু’টি সম্পত্তি রয়েছে। ওই দেশে বাকিবুরের একটি ভিলা ও তাঁর মায়ের সঙ্গে যৌথভাবে একটি ফ্ল‌্যাটও রয়েছে। আয়কর রিটার্নে তা উল্লেখ করা আছে।

ইডির আইনজীবী আদালতে জানান, দুবাইয়ের সম্পত্তি বিক্রি বা অন‌্য নামে সরানো হতে পারে। ইডি দুবাই সরকারের সাহায‌্য নিয়ে তদন্তের খাতিরে ওই দেশের বাসিন্দা তথা সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে চায়। এই পরিস্থিতিতে বাকিবুর বিদেশে গেলে তদন্তে বাধা পড়তে পারে। বাকিবুরের রাজনৈতিক যোগ রয়েছে। তিনি প্রভাবশালী। রেশন বন্টন দুর্নীতির টাকা হাওলার মাধ‌্যমে বিদেশে পাচার হয়েছে। তাঁকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হলে ওই দেশের সম্পত্তি তিনি বিক্রিও করে দিতে পারেন বলে আদালতে দাবি করেন ইডির আইনজীবী।