ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাবে রাজ্যের খারাপ আবহাওয়ার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার সফর বাতিল হল। সূত্রের খবর মারফত জানা গিয়েছে, সোমবার হেলিকপ্টারে নয় ট্রেনে চেপেই মালদহে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
সোমবার প্রশাসনিক বৈঠকের উদ্দেশ্যে দুপুরের শতাব্দী এক্সপ্রেসেই জেলা সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সোমবার মালদহ পৌঁছে রাতে সেখানেই থাকবেন তিনি। মঙ্গলবার গাড়ি করে সড়কপথে যাবেন রায়গঞ্জের কর্ণজোড়ায়। সেখানে দুটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। প্রসঙ্গত, ৬, ৭, ৮, ৯ তারিখ মালদহ, রায়গঞ্জ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদীয়া ও মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করার কথা।
ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ। আর সে কারণেই সফরসূচী বদল করে হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে মালদহে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, পুরীর দিকে ক্রমশ এগোচ্ছে ‘জাওয়াদ’। তারপর ওড়িশা উপকূল ধরে বাংলায় ‘জাওয়াদে’র প্রবেশের কথা। বারবার গতিপথ বদলের ফলে শক্তি হারিয়ে ফেলেছে ‘জাওয়াদ’। দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি চললেও, ক্ষয়ক্ষতির বিশেষ আশঙ্কা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি চলবে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।