শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনার কবলে ১৭ জন পড়ুয়া। হিমাচল প্রদেশের কুলুতে ভ্রমণে এসেছিল তারা। রবিবার মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনায় মৃত্যু হয় ৭ জনের। বাকি ১০ জনের পরিস্থিতি বেশ আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ কুলুর জলোড়ি পাসের কাছে ঘটনাটি ঘটেছে। ঘিয়াগির কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। তারপর দুমড়ে মুচড়ে একটি খাদে পড়ে যায় গাড়িটি। খাদের মধ্যে জমা জলে ডুবে যায় গাড়ির কিছুটা অংশ। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । হতাহতদের উদ্ধার করা হয়।
ওই ১৭ জন পড়ুয়া কোথাকার বাসিন্দা বা তাদের পরিচয় কি সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পর্যটকবাহী গাড়িটি আচমকা কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। গাড়িটির গতি সেই মূহূর্তে কত ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।