কলকাতায় খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই লরি উলটে গেল একটি ছোট গাড়ির উপর। শেষ খবর পাওয়া অবধি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারি রামের ছেলে রাম কিংকর রামের। ঘটনাটি ঘটেছে খিদিরপুরের বাবুবাজার এলাকায়। ট্রাকের নিচে চাপা পাড়া গাড়িটির মধ্যে বেশ কয়েকজন আটকে পড়ে বলে জানা গেছে।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম। গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ির মধ্যে আটকে থাকা লোকজনদের বার করে আনা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লরিটিতে সার বোঝাই ছিল। রাস্তা খারাপ থাকার দ্বরুনই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে বলেও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ। তবে অনেকে জানান, ট্রাকটি ওভারলোড থাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।