ব্রেকিং নিউজ রাজ্য

Accident: রাজ্য সড়কে দুর্ঘটনায় আহত পুলিশ আধিকারিক-সিভিক ভলান্টিয়ার

রাজ্য সড়কে দুর্ঘটনায় আহত হলেন এক পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে মেখলিগঞ্জের জামালদহে। ওই পুলিশ আধিকারিকের নাম মোস্তফা হোসেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামালদহ ফাঁড়ি থেকে হাসপাতালের দিকে যাওয়ার পথে উলটো দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পুলিশ আধিকারিকের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতেই গুরুতর জখম হন বাইকে থাকা পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সিভিক ভলান্টিয়ারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশ আধিকারিককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত চলছে।

রাজ্য সড়কে দুর্ঘটনায় আহত হলেন এক পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে মেখলিগঞ্জের জামালদহে। ওই পুলিশ আধিকারিকের নাম মোস্তফা হোসেন।