বিবিসির লাইভ শো–তে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীতে কটুক্তি করেন একজন কলার। যা নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। অনুষ্ঠানটি লাইভে থাকায় সঞ্চালক প্রিয়া রাই অস্বস্তিতে পড়ে যান। পরে গোটা ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।
কিন্তু কেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটল? কেনই বা এভাবে প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করা হল? ততক্ষণে অডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায়।
এই প্রশ্নের উত্তর খুঁজতে দেখা যাচ্ছে, যে বিষয়ে বিতর্ক অনুষ্ঠানটি চলছিল, সেটি শিখদের বিষয়ে। তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানে অনেকেই ফোন করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন সাইমন নামে সেই কলার যিনি ফোন করে রীতিমতো প্রধানমন্ত্রীর মাকে কটুক্তি করে বসেন। পরে অবশ্য এডিট করে ওই অংশটিকে বাদ দিয়ে দেওয়া হয়।
তবে এই মন্তব্যে বিরোধিতা করা হয়েছে নেট দুনিয়ায়। ট্যুইটারে এই প্রসঙ্গে একজন লিখেছেন, এই ঘটনা লজ্জার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মাকে অপমান করা হয়েছে। বয়কট বিবিসি, ব্যান বিবিসি। বিবিসির তরফেও গোটা ঘটনার নিন্দা করা হয়। তিন ঘণ্টার অনুষ্ঠানটি এডিট করে ১ ঘণ্টা ৩২ মিনিট করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক প্রিয়া রাই বলেন, ‘অনুষ্ঠানের একজন অতিথি যে কটুক্তি করেছেন, সেজন্য আমরা ক্ষমা চাইছি। আমরা অনেক বিতর্কিত বিষয়ে আলোচনা করি। কিন্তু যে ভাষা তখন ব্যবহার করা হয়েছে, তার কোনও কারণ ছিল না। এই ঘটনার জন্য আমরা দু:খিত।’
