দেশ ব্রেকিং নিউজ

১ এপ্রিল থেকে ভ্যাকসিন

ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এই সংক্রমণ ঠেকাতে টিকাকরণে জোর বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানান, ১ এপ্রিল থেকে ৪৫ ঊর্ধ্বরা নিতে পারবেন করোনা টিকা। গণ–টিকাকরণের জন্য নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সকলকে দেওয়া হবে ভ্যাকসিন।
সরকারি ক্ষেত্রে টিকা বিনামূল্যে প্রদান করা হলেও বেসরকারি ক্ষেত্র থেকে টিকা নিতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকা খরচ করতে হচ্ছে। দ্বিতীয় দফায় ষাটোর্ধ্বদের পাশাপাশি করোনার টিকা দেওয়া হয়েছে ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিরা যাঁদের কো–মর্বিডিটি রয়েছে। এবার ৪৫ ঊর্ধ্বরাও টিকা পাবেন, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সেকেন্ড ওয়েভকে আটকাতেই মূলত এই সিদ্ধান্ত। অতি দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ কেন্দ্রের। দেশের হাতে রয়েছে পর্যাপ্ত ভ্যাকসিন। বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব ভ্যাকসিন প্রক্রিয়া ৪৫ বছর থেকে শুরু করা উচিত। সেই পরামর্শকেই সম্মতি দিয়েছে কেন্দ্র।
ভারতের জনসংখ্যা ১৩৩ কোটিরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে এখনও পর্যন্ত দেশের ৪ কোটির বেশি মানুষের টিকাকরণ সম্পন্ন। ফের উর্ধ্বগামী করোনা সংক্রমণ। এই মহামারীর হাত থেকে দেশকে বাঁচাতে দ্রুত নাগরিকদের টিকাকরণ প্রয়োজন। এই বিষয়টি মাথায় রেখে ২৪x৭ করোনা ভ্যাকসিনেশন চালু রাখার সিদ্ধান্ত কেন্দ্রের।