অবশেষে দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে কি না, তা এখনও পর্যন্ত জানায়নি আবহাওয়া দফতর।
গত কয়েক দিন ধরে দহনজ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গ। বুধবারও প্যাচপ্যাচে গরম কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পারদ ইতিমধ্যেই টপকেছে ৪০ ডিগ্রি।
আগামী ২৪ ঘন্টা পশ্চিমবঙ্গ ও বিহার -সহ পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম ঝাড়খন্ডে তাপপ্রবাহ চলবে। উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের কয়েকটি অংশে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অন্যদিকে, হিমালয় সন্নিহিত পশ্চিমাঞ্চলে পরবর্তী চার দিনে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
অত্যধিক গরমের কারণে বিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওডিশাতেও অস্বাভাবিক গরমে স্বাভাবিক জনজীবন ব্যাহত। আগামী দুই দিন পরিস্থিতি একইরকম থাকবে বলে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে। রাজধানী ভুবনেশ্বর ও ঝাড়সুগুদা-সহ বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকতে পারে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অত্যধিক গরম এখন মহারাষ্ট্রেও।