বাংলাদেশে ২,৯৪৮ জন করোনায় আক্রান্ত রোগী। তার মধ্যে ১৭০ জন চিকিৎসক বলে জানিয়েছে সেদেশের চিকিৎসকদের একটি সংগঠন। আবার ৪০০ জন চিকিৎসক কোয়ারেনটিনে আছেন। প্রায় ৮০ জন নার্স–সহ ৩০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনাভাইরাসের শিকার হয়েছেন। ফলে এমন পরিস্থিতি চলতে থাকলে চিকিৎসক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকায় ১৪৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন, সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহের সরকারি হাসপাতালগুলিতে ৭ জন, চট্টগ্রামে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের এবং একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। আর বরিশালে ৬ জন, রংপুরে ৩ জন, খুলনায় ৩ জন এবং সিলেটে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
এখানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৯২ জন। অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১০ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা ১০১ পৌঁছে। একদিনে ২৭৭৯ জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৪৯২ জন–সহ মোট আক্রান্তের সংখ্যা ২৯৪৮।
