দেশ লিড নিউজ

করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত প্রায় ১৩০০

প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত একদিনেই বেড়েছে ৩০ শতাংশের বেশি। বৃহস্পতিবার স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২৩জন।

এ নিয়ে রাজধানীতে হোম আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। তথ্য অনুযায়ী, এখন দিল্লিতে মোট সংক্রামিত রোগীর সংখ্যা বেড়ে ১৪৪৬৪১৫ হয়েছে, যার মধ্যে সুস্থ হয়েছেন ১৪১৮২২৭ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫১০৭ জন। প্রতিদিন সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮১, যার মধ্যে ১৫৬০জন রোগী তাদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে ১৮৯ জন রোগী ভর্তি রয়েছেন। কোভিড নজরদারি কেন্দ্রে ১১১জন রোগীকে রাখা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে সংক্রামিত পাওয়া  ২৮জন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দরে এখন পর্যন্ত ১৫০ জনকে সংক্রমিত পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি সংক্রামিত রোগীদের মধ্যে ৮৩ জন সাধারণ কোভিড ওয়ার্ডে রয়েছেন। যেখানে ৬৬ জন রোগীকে অক্সিজেন থেরাপি দেওয়া হচ্ছে। এছাড়া একজন রোগী ভেন্টিলেটরে রয়েছেন। বিমানবন্দরে সংক্রামিত ২৮ জন রোগীর মধ্যে ১৬ জন দিল্লির বাসিন্দা।

এদিকে, নতুন বছরের শুরু থেকে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণের কাজ শুরু হবে। তার জন্য ১ জানুয়ারি থেকেই কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা হবে। পাশাপাশি ষাটোর্ধ্ব কোমর্বিড রোগাীদেরও দেওয়া হবে ভ্যাকসিনের বুস্টার ডোজ। টিকাকরণে জোর দিয়েই মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে এগোচ্ছে দেশ। তবে নতুন বছরে আশঙ্কা থাকছেই। আচমকা বাংলায় সংক্রমণের হার বেড়েছে। ওমিক্রন চোখ রাঙাচ্ছে অন্যান্য রাজ্যগুলিতেও।